বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
প্রকাশিতঃ 9:43 pm | March 21, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ, অপসারণ এবং চিকিৎসা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২১ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এতথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা একটি দপ্তর আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা জানান, ডিএসসিসির ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য (মার্চ-জুন) বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ, অপসারণ এবং চিকিৎসা প্রদানের লক্ষ্যে ওষুধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির ভেটেরিনারী কর্মকর্তা ডা. শরণ কুমার সাহাকে। পাশাপাশি কমিটির সদস্য রয়েছেন ডিএসসিসির আরেক ভেটেরিনারী কর্মকর্তা ডা. সাদেকুজ্জামান রাকিব।
কালের আলো/এমডিএইচ