‘নির্বাহী আদেশে নয়, বিচার প্রক্রিয়ায় আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
প্রকাশিতঃ 5:45 pm | March 22, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নির্বাহী আদেশে নয়, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপি এই বিক্ষোভের আয়োজন করে।
আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, গণহত্যাকারী দল আখ্যায়িত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যে গুম-খুন করেছে তার বিচারের মাধ্যমে নিষিদ্ধ চাই। সরকারকে বলতে চাই- আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় তাদের সমালোচনা করে জুলাই বিপ্লবের অন্যতম এই নেতা বলেন, যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই- ২০১৮ সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল! ২০২৩ সালে যখন ডামি নির্বাচন হলো তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল!
হাসনাত বলেন, যে বাংলাদেশে এখনো পর্যন্ত গুম-খুন হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারতবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি, সেই বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না। ৫ আগস্টই সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নাম, মার্কা, রাজনীতি এ দেশে নিষিদ্ধ হয়েছে।
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, পরবর্তী বাংলাদেশ হবে উইদাউট আওয়ামী লীগ। আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। জুলুম ভুলে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে আপস করলে মজলুমের সঙ্গে প্রতারণা করা হবে।
এসময় ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে আর কখনো ঢুকতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না বলেও মন্তব্য করেন হাসনাত। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে। যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন।
কালের আলো/এএএন