আইপিএলে তিন ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় সাকিব, দাবি ভারতীয় গণমাধ্যমের

প্রকাশিতঃ 6:46 pm | March 22, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

টানা তৃতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাস করেছেন সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটে বল করতে এখন আর বাধা নেই সাকিবের। তাই আইপিএল খেলতে চেষ্টা চালাচ্ছেন তিনি। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

শনিবার (২২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব। উল্লেখিত ওই তিনটি ফ্র্যাঞ্চাইজি হলো– রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়েলস এবং সানরাইজার্স হায়দরাবাদ।

যার মূল কারণ এই দলগুলোর স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল। প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্রাঞ্চাইজিগুলোও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকেও আশ্বাস দিয়েছেন।

যেহেতু নিলামে দল পাননি সাকিব, তাই তাকে অপেক্ষায় থাকতে হবে। যদি কোনো দলে ইনজুরি বা কারও বদলি প্রয়োজন হয়, তবেই ডাক পাবেন সাকিব।

এবারের আসরকে সামনে রেখে নিলামে নাম দিয়েছিলেন সাকিব। কিন্তু নিলামে না ওঠায় দল পাওয়ার লড়ায়ে অংশ নিতেও পারেননি তিনি। তবে শেষ মুহূর্তে দল পায় কিনা সেটাই এখন দেখা বিষয়।

আইপিএল দিয়ে নতুন অধ্যায় শুরু উইলিয়ামসনের

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় পাস করেছেন তিনি।

এর আগে, বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে জায়গা হারান তিনি। তাই পরীক্ষায় পাস করতে ইংল্যান্ডে কোচ নিয়োগ করে অনুশীলন করেন সাকিব।

কালের আলো/এসএকে