প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেট ফুয়েলের গণশুনানি

প্রকাশিতঃ 7:41 pm | March 22, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রথমবারের মতো জেট ফুয়েলের মূল্য নির্ধারণে গণশুনানির প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর মাধ্যমে প্রতি ৩ মাস পর দাম সমন্বয় করতে চায় বিইআরসি। এলপি গ্যাসের মতো অন্যান্য কমিশন অপরিবর্তিত রেখে শুধু আমদানি মূল্য সমন্বয়ের কথা ভাবছে প্রতিষ্ঠানটি।

রোববার (২৩ মার্চ) সকাল ১০টায় বিইআরসির কনফারেন্স রুমে এই গণশুনানি হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) দাম বৃদ্ধির প্রস্তাব এবং একমাত্র বিতরণ কোম্পানি পদ্মা অয়েলের কমিশন বৃদ্ধির প্রস্তারের ওপর শুনানি গ্রহণ করা হবে। পদ্মা অয়েল কোম্পানি তার প্রস্তাবে বলেছে, সরবরাহ ও বিপণনে ২.১১ টাকা খরচ হয়। সেখানে বিদ্যমান কাঠানো অনুযায়ী মাত্র ৯৫ পয়সা আদায় হয়। অন্যদিকে বিপিসি আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় সমন্বয়ের আবেদন করেছে।

২০২১ সালের ১২ এপ্রিল থেকে প্রতিমাসে এলপি গ্যাসের দাম ঘোষণা করে আসছে বিইআরসি। আমদানি নির্ভর এলপি গ্যাসের আন্তর্জাতিক বাজারদর কম-বেশি হলে সেই অংশটুকু সমন্বয় করে প্রতিমাসে দর ঘোষণা করা হয়ে থাকে। জেট ফুয়েলেও একই ফর্মুলার কথা চিন্তা করছে বিইআরসি।

কালের আলো/এমডিএইচ