কিশোরগঞ্জে ট্রেন চালকের ওপর হামলার ঘটনায় দুই যুবক গ্রেপ্তার
প্রকাশিতঃ 4:44 am | March 23, 2025

কিশোরগঞ্জ প্রতিবেদক, কালের আলো:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন চালকের ওপর হামলার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) রাতে বাজিতপুর উপজেলার কুকরারাই নয়াহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন— বাজিতপুর উপজেলার সাপবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলার ছেলে রাদি মিয়া (১৯), উপজেলার কুকরারাই নয়াহাটি গ্রামের শরীফ মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না (২১)। গ্রেপ্তারের পর তাদের কিশোরগঞ্জ রেলওয়ে থানায় আনা হয়েছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাজিতপুরে সরারচর রেলওয়ে স্টেশন স্টপেজের সময় এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের চালকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখে আমূল যোগ্য অপরাধের দায়ে দুই যুবককে গ্রেপ্তার করি। তিনি আরও বলেন, এ ঘটনায় রেলওয়ে কতৃপক্ষ যদি মামলা করে তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। মামলার বিষয়ে জানতে আগামীকাল (রোববার) পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। এছাড়া অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান আছে বলে নিশ্চিত করেন ওসি লিটন মিয়া।
শনিবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে এসে থামলে ইঞ্জিন পরিবর্তন করার সময় একজন যাত্রী বিনা টিকিটে ইঞ্জিনে এসে বসলে ট্রেনের চালক তাকে অন্য বগিতে যাওয়ার জন্য বলেন। পরে ইঞ্জিন পরিবর্তন করে ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসার সময় বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে স্টপেজ দিলে চার পাঁচ জন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে চালকের আসনে এসে হামলা চালায়।
কালের আলো/এসএকে