টেকনাফে নৌকাডুবি: চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 11:07 am | March 23, 2025

কক্সবাজার প্রতিবেদক, কালের আলো:
মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় সাগরে নৌকাডুবির ঘটনায় ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১ জন শিশু ও ৩ জন নারী।
শনিবার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ পশ্চিম উপকূলে ভেসে এলে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে গেলে রাতেই ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তখন সঠিক কতজন নিখোঁজ ছিল সেই তথ্য ছিল না। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে শাহপরীর দ্বীপ উপকূলে ভেসে এলে ৩ নারী ও ১ শিশুর মরদেহ পাওয়া যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জেনেছি।
কালের আলো/এএএন