চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেটসহ আটক ২
প্রকাশিতঃ 3:12 pm | March 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রায় কোটি টাকার বিদেশি সিগারেটসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
আটকরা হলেন- মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা রাঙামাটি জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, ৬৩ হাজার ৮০০ প্যাকেটে মোট ১২ লাখ ৭৬ হাজার শলাকা রয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। জব্দ করা সিগারেট ও পিকআপসহ আটক দুজনকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কালের আলো/এসএকে