ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১৩টিতে পুরোপুরি একমত এনসিপি
প্রকাশিতঃ 3:21 pm | March 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডসিটের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টি প্রস্তাবে জাতীয় নাগরিক পার্টি পুরোপুরি একমত হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় এনসিপি। পরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার সাংবাদিকদের এসব কথা বলেন।
তুষার বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডসিটের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টি প্রস্তাবে পুরোপুরি একমত হয়েছি। ২৯টি প্রস্তাবে আমরা আংশিক একমত। ২২টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি।
তিনি আরও বলেন, খুব গুরুত্বপূর্ণ দুইটা কমিশন আমাদের কাছে স্প্রেডসিট পাঠায়নি। একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, আরেকটা স্থানীয় সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমরা দেখতে পাইনি। এই ব্যাপারে কমিশনের অবস্থান জানতে চেয়েছি।
কালের আলো/এসএকে