মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের বোনাসের চেক ছাড়

প্রকাশিতঃ 5:31 pm | March 23, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের মার্চ মাসের এমপিওর চেক ছাড় করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২৩ মার্চের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।

রোববার (২৩ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড় করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাবদ চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২৩ মার্চের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন। প্রচলিত বিধি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয়েছে।

এদিকে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্কুলের ২ লাখ ৭৯ হাজার ৫০০ জন ও কলেজের ৮৪ হাজার ২৫ জন শিক্ষকের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার তাদের চেক ছাড় করা হতে পারে বলে মাউশি অধিদপ্তর জানিয়েছে।

কালের আলো/এসএকে