ভালুকায় এনসিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিতঃ 9:51 pm | March 23, 2025

কালের আলো প্রতিবেদক:
ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) ভালুকার সিটি গার্ডেন-২ হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা.জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির ভালুকা উপজেলা প্রতিনিধি মুফতি হাবিব জিহাদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আবুল বাসার, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ব্যারিস্টার আবুল হোসেন, উপজেলা জামাতের আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, যুবদলের উপজেলা সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, জাসাস জেলা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, এনসিপির জেলা প্রতিনিধি মুজাম্মেল হক, সোহেল আহমেদ প্রমুখ।
এ সময় এনসিপির উপজেলা প্রতিনিধি ফাহাদ শেখ, আরাফাত সানী, ইমন শেখ, নুরুল ইসলাম মেম্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা সংগঠক শেখ মুশফিক আহমেদ অপূর্ব, যুগ্ম সদস্য সচিব সানী আহমেদ, উপজেলা প্রতিনিধি জুনায়েদ আহমেদ জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম