‘বিশ্বকাপে খেলতে নেইমারের নিজেকে উৎসর্গ করে দিতে হবে’

প্রকাশিতঃ 1:44 am | March 24, 2025

স্পোর্টস ডেস্ক , কালের আলো:

আগামী বছরই অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসর সামনে রেখে এখনই দল গোছানো শুরু হয়েছে। ফুটবলাররাও নিজেদের প্রস্তুত করতে শুরু করেছেন। তবে বেকায়দায় আছে ব্রাজিল ও নেইমার জুনিয়র। সেলেসাওদের সবচেয়ে বড় এই তারকা চোটের কবল থেকে রেহাই পাচ্ছেন না কোনোভাবেই।

ব্রাজিলের হয়ে ২০২৩ সালের অক্টবরে খেলতে নেমেই বড় চোট পেয়েছিলেন নেইমার। এ কারণে ১৬ মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। চোট কাটিয়ে আবার মাঠে ফিরে ছন্দ খুঁজে পাওয়ার লড়াইয়ে ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। ডাক পেয়েছিলেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও। তবে চোটই আবার তাঁকে পিছিয়ে দিয়েছে।

মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে। এই দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন নেইমার। তবে আবার চোট পাওয়ায় তাঁকে বাদ দেওয়া হয়েছে। তিনি আবার জাতীয় দলের জার্সিতে ফিরে আগামী বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা নিয়ে তাই শঙ্কা দেখা দিয়েছে।

এমন অবস্থায় ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলতে হলে নেইমারকে খেলতে হলে কি করতে হবে সে পরামর্শই দিয়েছেন রোনালদো নাজারিও। সেলেসাওদের সাবেক এই কিংবদন্তি নিজেও চোটের সঙ্গে লড়াই করেছেন। তবে চোতকে পরাজিত করে জাতীয় দলকে ঠিকই বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে রোনালদো কথা বলেছেন নেইমারকে নিয়ে। নেইমার পরের বিশ্বকাপে খেলবে এমন আত্মবিশ্বাসের কথা জানিয়ে রোনালদো বলেন, ‘আমি বিশ্বাস করি (নেইমার পরের বিশ্বকাপে খেলবে)। নেইমার একজন অসাধারণ প্রতিভা। কিন্তু তাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে, চেষ্টা করতে হবে সর্বস্ব দিয়ে। এটা উৎসর্গ করার মতোই উপলক্ষ।’

নেইমারকে ঠিকমত খেতে এবং ঘুমাতে হবে জানিয়ে রোনালদো বলেন, ‘বিশ্বকাপের এখন এক বছর বাকি। যদি সে ভালো অবস্থায় থেকে সেখানে যেতে পারে তবে আমাদের ভালো সুযোগ আছে। কিন্তু তাঁকে নিজেকে উজাড় করে দিতে হবে। তাকে (ঠিকঠাক) খেতে, অনুশীলন করতে এবং ঘুমাতে হবে।’

কালের আলো/এমএএইচ/ইউএইচ