প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেও থামলো ইতালি, সেমিতে জার্মানি

প্রকাশিতঃ 11:07 am | March 24, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চ ছড়ানো দুই লেগ শেষে সেমিফাইনালে জায়গা করে নিলো জার্মানি। ফিরতি লেগে ৩-০ গোলে এগিয়ে গিয়ে দারুণ শুরু করেছিল তারা। তবে হাল ছাড়েনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ শেষে ৩-৩ গোলে সমতায় ফেরে তারা। কিন্তু প্রথম লেগে ২-১ ব্যবধানে জয় পাওয়া জার্মানিই শেষ হাসি হেসেছে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের ব্যবধানে সেমিতে জায়গা করে নেয় তারা।

রোববার রাতে ডর্টমুন্ডে অনুষ্ঠিত ফিরতি লেগে শুরুতে দুর্দান্ত ছন্দে ছিল জার্মানি। ম্যাচের ৩০ মিনিটে জসুয়া কিমিখের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৬ মিনিটে জামাল মুসিয়ালার নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির ঠিক আগ মুহূর্তে কিমিখের ক্রসে হেডে গোল করে স্কোরলাইন ৩-০ করেন টিম ক্লাইনডিন্সট। তখন দুই লেগ মিলিয়ে জার্মানি এগিয়ে ছিল ৫-১ গোলে।

তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। ৪৯ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেন ইতালিয়ান ফরোয়ার্ড ময়েজ কিন। ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান গিয়াকমো রাসপাদোরি। কিন্তু শেষ মুহূর্তের এই লড়াই সত্ত্বেও প্রথম লেগের ব্যবধান ঘোচাতে ব্যর্থ হয় ইতালি।

এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় জার্মানি। তাদের প্রতিপক্ষ হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে বিপদে পড়েছিল পর্তুগাল। তবে দ্বিতীয় লেগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-২ ব্যবধানে জয় তুলে নেয় তারা। দুই লেগে ৫-৩ ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে পর্তুগাল।

কালের আলো/এসএকে