মতিন সরকারকে ধুয়ে দিলেন জেলা ও মহানগর আ.লীগের নেতারা

প্রকাশিতঃ 10:34 am | April 08, 2019


নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
আবারো আলোচনায় এসেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার। সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি। জেলা আওয়ামী লীগের রাজনীতি থেকে তিনি ছিটকে পড়লেও নতুন করে ডানা ঝাপটা দিয়েছেন। তবে দলের হয়ে নয়, বিদ্রোহী প্রার্থী হয়ে।

আসন্ন ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে আনারস প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তিনি। তাঁর পক্ষে মাঠে সরব রয়েছেন স্থানীয় সাবেক সংসদ সদস্য রেজা আলী, ত্রিশাল পৌরসভার মেয়র এ.বি.এম.আনিসুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হক সবুজসহ দলটির গুটিকয়েক নেতা।

তাঁরা নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেনের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছেন বলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের জন্য বিশাল কর্মী সমাবেশে এমন অভিযোগ করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

রোববার (০৭ এপ্রিল) বিকেল থেকে রাত ৯ টা অবধি স্থানীয় নজরুল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেনকে বিজয়ী করতে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আর এই কর্মী সমাবেশে দলটির বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন সরকারকে ধুয়ে দিয়েছেন খোদ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

আরও পড়ুন: নৌকার দখলে ত্রিশাল

সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, আব্দুল মতিন সরকার অতীতে বহুবার দলের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন। ওয়ান ইলেভেনে তিনি ফেরদৌস আহম্মেদ কোরায়শী’র পিডিবিতে যোগ দিয়েছিলেন। ওই সময় তাঁর নামের শেষে যোগ হয়েছিলো ‘আব্দুল মতিন কোরায়শী টাইটেল।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.কুদ্দুস কর্মী সমাবেশে বলেন, যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন তাদের বলছি বেশি বাড়াবাড়ি করবেন না। ত্রিশালের মাটি নৌকার। এই মাটির মানুষ কোনদিন পরাজয় স্বীকার করে না।’

তবে এই কর্মী সমাবেশে মূল ফোকাসে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। প্রধান অতিথির বক্তৃতায় মতিন সরকারের বার বার আদর্শ বদলানোর কড়া সমালোচনা করেন।

আরো পড়ুন:
মেয়র আনিসকে সতর্ক : রেজা আলী, সবুজসহ একাধিক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল তাকে রীতিমতো ধুয়ে দিয়ে বলেন, ‘মতিন সরকারের ইতিহাস আমরা জানি। তিনি ছাত্রলীগ থেকে নজরুল কলেজের ভিপি হয়েছিলেন। এরপর বিএনপি, জাতীয় পার্টি আবার আওয়ামী লীগ করেছেন। এরপর আবার বিরোধীতা করেছেন আওয়ামী লীগের।

আমাদের নেত্রী শেখ হাসিনাকে যখন কারাগারে ভরে সামরিক শাসন চালিয়ে দেশকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিলো তখন মতিন সরকার সাহেব আপনি কী করেছিলেন? তখন আপনি রাজনীতির বিশ্বাস ঘাতক কোরায়শীর সাথে হাত মিলিয়েছিলেন। আজকে আওয়ামী লীগের বিরোধীতা করছেন। এটা কোন নতুন বিষয় নয়।’

কালের আলো/ওএইচ