মেয়র আনিসকে সতর্ক : রেজা আলী, সবুজসহ একাধিক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

প্রকাশিতঃ 10:56 am | April 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় স্থানীয় পৌরসভার মেয়র এ.বি.এম.আনিসুজ্জামানকে সতর্ক করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

একই সঙ্গে স্থানীয় সাবেক সংসদ সদস্য রেজা আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হক সবুজসহ একাধিক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। তবে তাদেরকে দ্রুত দলীয় প্রার্থীর পক্ষে ফিরে আসার জন্য আল্টিমেটামও দিয়েছেন জেলা আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

রোববার (০৭ এপ্রিল) স্থানীয় নজরুল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেনকে বিজয়ী করতে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে তিনি এসব বিষয় তুলে ধরেন।

আরো পড়ুন:
নৌকার দখলে ত্রিশাল

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এ.বি.এম.আনিসুজ্জামানকে উদ্দেশ্যে করে বলেন, ‘আমি মেয়র সাহেবকে বলবো, মেয়র সাহেব আপনাকে স্নেহ আদর করি। আপনার নির্বাচনের সময় মতিন সরকারের ছেলে নৌকা পেয়েছিলো।

আপনার স্ত্রী’র ওপর রাস্তায় হামলা করা হয়েছিলো। আপনার বাসায় হামলা করা হয়েছিলো। আপনার প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছিলো। আপনি কী ভুলে গেছেন এসব? আপনার কী লজ্জা করে না? আমি আপনাকে বলবো, আপনার সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আপনি ভুল পথ পরিহার করুন।’


নৌকার প্রার্থীর বিরোধীতা করা অন্য নেতাদের উদ্দেশ্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘শোভা আকন্দকে বলবো, এখনো সময় আছে। আনোয়ার ভাই সময় আছে। আপনারা সিদ্ধান্ত নিন। নবী নেওয়াজ ভাই পরীক্ষিত আওয়ামী লীগার। ভুলপথে যাবেন না। নেত্রী সিদ্ধান্ত হয়েছেন, যারা নৌকার বিরোধীতা করে অন্য কিছু করবে তাদের শোকজ করা হবে। নির্বাচনের আগেই আপনার শোকজ পেয়ে যাবেন।’

ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অ্যাডভোকেট সবুজ আর রেজা আলী সাহেব, আমরা জেলা আওয়ামী লীগ অনেক কিছুই পারি। আপনারা ভুলে যাবেন না। জেলা আওয়ামী লীগের চাবি যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।

আরো পড়ুন:
মতিন সরকারকে ধুয়ে দিলেন জেলা ও মহানগর আ.লীগের নেতারা

আপনাদের কমিটি বিলুপ্ত হয়ে যেতে পারে। আমরা বেশি খাতির করবো না। সবুজ অনেক ভুল করে ফেলেছে। তোমার রাজনৈতিক হিসাব ভুল হয়েছে। রেজা আলী সাহেবকে আর কত বিভ্রান্ত ও বিপথে নেবে? তুমি অনেক কিছু করে ফেলেছো। আশরাফ আর তুমি একই পথে চলছো। তোমরা আমার ছোট ভাই। সময় আছে, এসে উচ্চারণ করো-নৌকা নৌকা। শেখ হাসিনার নৌকা।’

তিনি বলেন, ‘উজ্জ্বল চেয়ারম্যান সাহেব স্নেহের ও আদরে ছোট ভাই। আর এই কারণেই অনেক খড়কুটোর পরে আপনাকে চেয়ারম্যান বানিয়েছিলাম। যিনি বানাতে পারেন তিনি বাতিলও করতে পারেন। আপনি না কী সংখ্যালঘুদের হুমকি দেন, অন্য দলের লোকদের হুমকি দেন।

হুমকি বন্ধ করুন, নইলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। চেয়ারম্যান ভুট্টো সাহেব জামায়াত শিবির করে ভূইফোঁড় আওয়ামী লীগ হয়ে নৌকায় আঘাত করছেন। বেশি বাড়াবাড়ি করবেন না। অনেক ক্ষমা করেছি। বেশি হলে ক্ষমা করতে পারবো না, হুশিয়ারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের।

কালের আলো/ওএইচ