দেশের মালিকানা জনগণের নিকট ফিরে দিতেই সংস্কার প্রয়োজন: ড. বদিউল আলম
প্রকাশিতঃ 8:12 pm | March 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থেই পরিবর্তন দরকার, সংস্কার দরকার। সংস্কার বা পরিবর্তন করা মানেই নতুন করে সাজানো, গোছানো। দেশের মালিকানা দেশের জনগণ অর্থাৎ আপনাদের নিকট ফেরত দিতেই সংস্কার করতে হবে। স্বাধীনতার পর বাংলাদেশকে রাষ্ট্র আকারে আমরা গড়ে তুলতে পারিনি। যার ফলে এই রাষ্ট্র নাগরিকের কোন অধিকার দেওয়ার পরিবর্তে অধিকার হরণে ব্যস্ত ছিল।
তিনি বলেন, ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। তাই আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি। আমরা এমন সংস্কার করতে চাই যাতে কেউ ক্ষমতায় এসেই তার খেয়াল খুশি মতো আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।
সোমবার (২৪ মার্চ) আমার বাংলাদেশ (এবি) পার্টি’র উদ্যোগে আয়োজিত চলমান গণইফতারের ২৩তম দিনে প্রধান অতিথির বক্তব্য তিনি এই বক্তব্য দেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতার কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী ড.শহীদুল আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন শামস। পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবদুল হক সানী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব শফিউল বাশার ও কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল।
প্রধান অতিথি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি ১৪, ১৮ ও ২৪ শে ভোট দিতে পারছেন? এসময় উপস্থিত জনতা সমস্বরে ‘না’ সূচক ধ্বনি দিয়ে জানান দেন। তিনি বলেন, আমরা দেশটাকে আর ভোটারবিহীন সংস্কৃতিতে রাখতে চাই না। সংস্কারের যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কালের আলো/এএএন