বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তি তাপমাত্রা বাড়াবে গরম
প্রকাশিতঃ 11:52 am | March 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বুধবার (২৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলামের সই করা ওই পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আর এ সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় দিন (২৬ ও ২৭ মার্চ) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আর তৃতীয় দিন (২৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, চলতি সপ্তাহে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
কালের আলো/এসএকে