স্ট্যান্ডিং টিকিট পেতে কাউন্টারে যাত্রীদের ভিড়
প্রকাশিতঃ 12:02 pm | March 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রা শুরু হয়েছে আরও দুই দিন আগে। শুরুর দিকে স্টেশনের কাউন্টারে যাত্রীদের তেমন ভিড় না থাকলেও তৃতীয় দিনে অনেকটা ভিড় লক্ষ্য করা গেছে। এখন সবাই আসছেন স্ট্যান্ডিং টিকিটের জন্য।
বুধবার (২৬ মার্চ) সকালে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দেখা গেছে, গত ১৬ মার্চ যারা অনলাইন থেকে ট্রেনের আসনের টিকিট সংগ্রহ করেছিলেন তারা আজ ট্রেনে ভ্রমণ করতে পারছেন। কিন্তু যারা টিকিট পাননি তারা লাইনে দাঁড়িয়েছেন স্ট্যান্ডিং টিকিটের জন্য। রেলওয়ে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিলেও সেটি নগণ্য।
জামালপুরের টিকিট খুঁজছিলেন তৌহিদুর রহমান। তিনি ঢাকা পোস্টকে বলেন, গত ১৪ তারিখ অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেনি। জামালপুর এক্সপ্রেস ট্রেনে জামালপুর যাব, ফলে স্টান্ডিং টিকিট কিনতে এসেছিলাম। কিন্তু সেটাও পেলাম না। কাউন্টার থেকে বলছে কোনো স্ট্যান্ডিং টিকিট নেই।
বন্ধুদের সঙ্গে নিয়ে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে তারাকান্দি যাচ্ছিলেন নাবিল হাসান নবীন। দলের চারজন টিকিট সংগ্রহ করতে পারলেও তিনি পারেননি। ফলে তিনি স্ট্যান্ডিং টিকিট খুঁজছিলেন। নবীন ঢাকা পোস্টকে বলেন, আমি একটি স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে পারলেই বন্ধুদের সঙ্গে বাড়ি যেতে পারতাম। তাদের সঙ্গে আসন ভাগাভাগি করে বসতে পারতাম। কিন্তু সেটিও পাচ্ছি না। টিটিইদের কাছ থেকে জরিমানাসহ টিকিট সংগ্রহ করা ছাড়া আর কোনো উপায় নেই।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, আমাদের আজকের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। আমরা শুধুমাত্র যাত্রা শুরুর আগে নন-এসি কোচের আসনের ২৫ শতাংশ টিকিট হিসেবে বিক্রি করি। এটি করা হচ্ছে যাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে।
কালের আলো/এসএকে