মাতারবাড়ীসহ দুই প্রকল্পে ৫৮ কোটি ডলার দেবে জাপান

প্রকাশিতঃ 12:15 pm | March 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ দুই প্রকল্পে ৫৮ কোটি মার্কিন ডলার ঋণ দেবে জাপান। প্রতি ডলার সমান ১২১ টাকা ৮২ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ৮৯ কোটি টাকা। জাপান সরকারের ৪৫তম ওডিএ লোন প্যাকেজের ২য় ব্যাচের অধীন ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ও মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের আওতায় বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষর করেন। জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনছি বিনিময় নোট এবং বাংলাদেশে নিযুক্ত জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইগুচি তৌমোহিদি ঋণচুক্তি স্বাক্ষর করেন।

ঋণচুক্তি ২টির আওতায় জাপান সরকার বাংলাদেশকে ৫৮ দশমিক ২ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি রেফারেন্স ল্যাবরেটরি, অফিস, প্রশিক্ষণ ভবন এবং চট্টগ্রাম ও খুলনায় ২টি বিভাগীয় পরীক্ষাগারসহ অফিস ভবন নির্মাণের উদ্দেশ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৪০৯ কোটি টাকা। প্রকল্পের জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০৩৪ পর্যন্ত। ৪৫তম ওডিএ লোন প্যাকেজ ২য় ব্যাচের আওতায় প্রকল্পটির জন্য ১৯ দশমিক ৪ কোটি মার্কিন ডলার ঋণ দেবে জাপান। অগ্রাধিকারমূলকভাবে প্রকল্পটির ঋণের সুদের হার ১ দশমিক ৮৫ শতাংশ, পরামর্শকের জন্য ০ দশমিক ৫৫ শতাংশ, ফ্রন্ট এন্ড ফি হিসেবে এককালীন ০ দশমিক ২০ শতাংশ। ঋণ পরিশোধকাল ৩০ বছর, ১০ বছর গ্রেস পিরিয়ডসহ।

অব্যাহত বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ৫৬ হাজার ৬৯৩ কোটি ৯০ লাখ টাকা। প্রকল্পের মেয়াদকাল জুলাই ২০১৪ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ফেব্রুয়ারি ২০২৫ সময় পর্যন্ত প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯২ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮৬ শতাংশ। জাইকা পর্যায়ক্রমে ঋণ সহায়তা দিচ্ছে।

দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাপান সরকার বাংলাদেশকে ঋণ ও বিভিন্ন প্রকার অনুদান সহায়তা হিসেবে ৩২ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।

কালের আলো/এএএন