গণফোরামের নির্বাহী সভাপতিকে দেখতে হাসপাতালে রিজভী

প্রকাশিতঃ 2:04 pm | March 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে দেখতে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ মার্চ) দুপুরে বিএনপি নেতাদের নিয়ে সুব্রত চৌধুরীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন তিনি।

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির।

তারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ বিষয়ে খোঁজ রাখছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।

কালের আলো/এমডিএইচ