শবে কদরের ফজিলতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক : জিএম কাদের
প্রকাশিতঃ 2:52 pm | March 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পবিত্র শবে কদর উপলক্ষ্যে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শবে কদরের ফজিলতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।
বুধবার (২৬ মার্চ) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন।
মহিমান্বিত রজনীতে বিশ্ব মুসলিম উম্মাহ’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেছেন জিএম কাদের।
তিনি বলেন, শবে-কদর হচ্ছে পুণ্যময় রজনী। সহস্র মাসের চেয়েও উত্তম এই রাতটি মানব জাতির জন্য অসিম নেয়ামত। এই মহিমান্বিত রাতেই মানবতার মুক্তির জন্য পবিত্র কুরআন নাজিল হয়েছিল। তাই মুসলিম উম্মাহ’র সামনে পবিত্র শবে-কদর রাতটি বিশেষ সম্মানিত, তাৎপর্যপূর্ণ এবং ফজিলতময়।
তিনি আরও বলেন, আমাদের ছোট্ট এই জীবনে হাজার মাসের চেয়েও বেশি ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে এই রাতেই। শবে কদরের ফজিলতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।
কালের আলো/এসএকে