যুক্তরাষ্ট্রের মায়ামিতে গণহত্যা দিবস পালন

প্রকাশিতঃ 4:28 pm | March 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামিতে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় গণহত্যা দিবস পালিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মিশনের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই ২৫ মার্চের কালরাত ও মহান স্বাধীনতা যুদ্ধের লাখো শহীদ এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। মহান স্বাধীনতা যুদ্ধের ৩০ লাখ শহীদ এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

কনসাল জেনারেল সেহেলী সাবরীন তার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করেন। গণহত্যা সম্পর্কে আলোচনা করে তিনি এ দিনটিকে ইতিহাসের নৃশংসতম ও অন্যতম নারকীয় হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন এবং এর বিচারের আশাবাদ ব্যক্ত করেন।

একইসঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট গণঅভ্যুথানের চেতনাকে ধারণ করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

কালের আলো/এমডিএইচ