মোহাম্মদপুরে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৬

প্রকাশিতঃ 12:44 am | March 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) রাতে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- সাহেদ (৩০), সবুজ মুন্সি (৩৪), সবুজ আকাশ (২৫), সাবিনা (২৮), জাবেদ (৩২), বিল্লাল ভাতিজা বিল্লাল (২৭), বিল্লাল হোসেন (২৩), জুয়েল (২২), বেল্লাল (৩০), ইব্রাহিম (২২), রনি (১৯), লিটন (৩৪), সাগর (১৮), বিপ্লব রনি (৩৬), জাকির (৩৬) ও ইমাম (২০)।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (২৫ মার্চ) মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/এসএকে