ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিতঃ 1:04 am | March 27, 2025

নারায়ণগঞ্জ প্রতিবেদক, কালের আলো:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা।

বুধবার (২৬ মার্চ) রাত ৮টায় এ যানজট সৃষ্টি হয়। পরে রাত পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, মহাসড়কের ঢাকাগামী লেনের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টারও বেশি সময়ের যানজটে যান চলাচল বন্ধ ছিল। এর ফলে চলাচলরত যাত্রীরা যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। অনেককেই পায়ে হেঁটে যেতে দেখা গেছে।

আলমগীর হোসেন নামের এক যাত্রী বলেন, শিমরাইল থেকে শনির আখড়া যাওয়ার জন্যে সাড়ে ৭টায় গাড়িতে উঠেছি।

সিদ্ধিরগঞ্জের মৌচাক আসতেই আধা ঘণ্টা লেগে গেছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, ডিএমপিতে ট্রাক আর কাভার্ডভ্যান আটকানোর কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। ডিএমপি কমিশনার স্যারের সঙ্গে কথা বলেছি। উনারা ছেড়ে দিয়েছেন।

এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, যানজট ঢাকায় লেগেছে। আমরা কথা বলেছি। আমাদের পুলিশ সবসময় মহাসড়কে কাজ করে যাচ্ছে।

কালের আলো/এসএকে