ঈদ মিছিলে আসছে ঐরাবত : আসিফ মাহমুদ

প্রকাশিতঃ 3:52 am | March 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঈদের আনন্দকে আরও জমকালো করতে রাজধানীতে এক বর্ণাঢ্য ঈদ মিছিলের আয়োজন করা হচ্ছে। এই ঈদ মিছিলে থাকছে ঐরাবত হাতি। সময় স্বল্পতা সত্ত্বেও স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পুরোদমে এই ঈদ মিছিলের প্রস্তুতি নিচ্ছে।

বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টায় এক ফেসবুক পোস্টে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি লিখেছেন, পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি। সময় স্বল্পতা সত্ত্বেও দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

তিনি আরও লেখেন, মিছিলে আসছে ঐরাবতও, আপনি আসছেন তো?

কালের আলো/এসএকে