কালবেলার নতুন প্রকাশক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বাদ পড়লেন সন্তোষ শর্মা

প্রকাশিতঃ 3:23 pm | March 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দৈনিক কালবেলা পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্ব নিয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ২৫ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন। এরই মধ্যে পত্রিকাটির প্রিন্টার্স লাইনে প্রকাশক হিসেবে মিয়া নুরুদ্দিন অপুর নাম দেখা গেছে। এতোদিন পত্রিকাটির প্রকাশকের দায়িত্বে ছিলেন সন্তোষ শর্মা। সম্প্রতি কালবেলার মালিকানায় পরির্বতন এসেছে। সন্তোষ শর্মা এখন সম্পাদকের দায়িত্বে আছেন।

জানা গেছে, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের সন্তান নুরুদ্দিন আহাম্মেদ অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস)। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন তিনি। সেই নির্বাচনের কয়েকদিন আগে প্রচারণা মিছিলে আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালায়। এতে বিএনপি প্রার্থী অপু মারাত্মকভাবে আহত হন। আশংকাজনক অবস্থায় অপুকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এরপর আহত অপু আর তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারেননি। ২০১৯ সালের জানুয়ারি মাসে চিকিৎসাধীন অবস্থায় নুরুদ্দিন অপুকে আটক করা হয়। তিনি প্রায় ৬ বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। অপু একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।

কালের আলো/এমডিএইচ