১২ ঘণ্টায় পদ্মা সেতুতে ১ কোটি ৪৬ লাখ টাকা টোল আদায়
প্রকাশিতঃ 4:20 pm | March 27, 2025

মুন্সীগঞ্জ প্রতিবেদক, কালের আলো:
ঈদের ছুটি এখনো শুরু না হলেও কর্মব্যস্ত নগরী রাজধানী ছেড়ে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। আর তাই পদ্মা সেতুতে বেড়েছে টোল আদায়ও। বুধবার (২৬ মার্চ) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ২০০ টাকা।
এ সময় মোট ১১ হাজার ৫১০টি পরিবহন পদ্মা সেতু হয়ে পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৭ হাজার ১৭৫টি যানবাহন। আর জাজিরা প্রান্ত দিয়ে একই সময়ে ৪ হাজার ৩৩৫টি পরিবহন পদ্মা সেতু পাড়ি দিয়েছে। পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করছেন।
বৃহস্পতিবার ভোর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা চাপ বৃদ্ধি পেলেও সেতু এলাকা ও হাইওয়েতে নেই কোনো ভোগান্তি। এতে উৎসবের আমেজ ও স্বস্তির হাসি ফুটেছে যাত্রীদের মুখে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় সাতটি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতো এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা।
সেতু কর্তৃপক্ষ বলছে, আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হলে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে সেতুতে। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানিয়েছেন, সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, এবার ঈদযাত্রায় পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। ঘরমুখো মানুষের যাত্রা নিরবচ্ছিন্ন করতে জেলাজুড়ে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যানবাহন বিকল হয়ে পড়লে রেকার প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল টিমের ব্যবস্থা করা হয়েছে। মহাসড়কের স্বাভাবিক পরিস্থিতিতে সন্তুষ্ট যাত্রীরা।
কালের আলো/এসএকে