তামিমকে হাসপাতালে দেখে গেলেন তারেক রহমানের প্রতিনিধিদল
প্রকাশিতঃ 4:27 pm | March 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে যান তারেক রহমানের প্রতিনিধিদল।
এ সময় উপস্থিত ছিলেন তামিম ইকবালের মা, ক্রিকেটার আকরাম হোসেন।
প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ডা. শাহ. মু: আমান উল্লাহ আমান ও তারেক রহমানের মামাতো ভাই আভীক ইস্কান্দার।
এ ছাড়াও বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালের সুস্থতার জন্য নয়াপল্টনে দোয়ার আয়োজন করা হয়েছিল।
কালের আলো/এএএন