নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে: রিজভী

প্রকাশিতঃ 2:13 pm | March 28, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘একেক সময় একেক কথা বলা হচ্ছে, এটা শেখ হাসিনার কথা বার্তার সঙ্গে মিল পাওয়া যায়।”

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশাভ্যান ও অটোচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা আন্দোলনে জীবন দিয়েছে তাদের পরিবারের সদস্যরা যেন না খেয়ে থাকে। তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ন্যায়বিচারের জন্যই আমাদের সংগ্রাম। অবৈধ ভোট ডাকাতির বিরুদ্ধে ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র আদালতে সেই সময় মামলা করেছিলেন। সেই মামলার ফলাফল তিনি পেয়েছেন। অত্যন্ত ন্যায়সঙ্গত ও সুবিচার পেয়েছেন। সেই সুবিচারের মধ্য দিয়ে জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসেছে।’

রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের ওপর গঠিত সরকার। শিশু-কিশোর, শ্রমিক ও ছাত্র জনতাসহ শহীদদের রক্তের ওপর গঠিত সরকার। গুম খুনের মধ্য দিয়ে যে অরাজকতা তৈরি করছিল হাসিনা, সেটাকে পরাজিত করে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার নির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করে নির্বাচনী প্রক্রিয়া তৈরি করবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এখন পর্যন্ত অর্ধশত গার্মেন্টসের শ্রমিকরা বেতন পায়নি। এটা কেন পায়নি? এর দায় সরকারের ওপর বর্তাবে। একজন শ্রমিক যদি না খেয়ে থাকে, ঈদের আগে যদি বেতন না পায় তাহলে তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না। এটা সরকারের দেখা উচিত ছিল।”

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কাজী রফিক ও মহবুবুল ইসলাম শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমডিএইচ