টেকসই অবকাঠামো ও জ্বালানি বিষয়ক আলোচনায় প্রধান উপদেষ্টা
প্রকাশিতঃ 2:18 pm | March 28, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চীনের বেইজিংয়ে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিষয়ে এক উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে এ আলোচনা শুরু হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
আজ সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। একইদিন দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ অনুষ্ঠিত হয়।
এছাড়া বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে যোগ দেন।
চীন কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াং বেইজিংয়ের দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
চারদিনের সফরে বুধবার (২৬ মার্চ) চীনের হাইনান প্রদেশে পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে হাইনান থেকে বেইজিং যান তিনি। সফর শেষে আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।
কালের আলো/এএএন