আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রকাশিতঃ 2:37 pm | March 28, 2025

খাগড়াছড়ি প্রতিবেদক, কালের আলো:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালক পক্ষ থেকে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাবে খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩ হাজার ৫৯৯ জন ভাতাভোগী উপজেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় খাগড়াছড়ি আনসার ও ভিডিপি জেলা কমান্ডান্ট মো. আরিফুর রহমান, সদর আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, মানিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালীনি চাকমা, সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি আনসার ও ভিডিপি জেলা কমান্ডান্ট মো. আরিফুর রহমান বলেন, ঈদ যেন প্রত্যেক সদস্য সুন্দরভাবে পালন করতে পারে তাই ভাতাভোগী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কালের আলো/এএএন