নিকোলাস পুরানকে থামাবে কে
প্রকাশিতঃ 5:12 pm | March 28, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা ট্রাভিস হেড নন, টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা তারকা হিসেবে নিকোলাস পুরানকেই এগিয়ে রাখলেন হরভজন সিং। গতকাল হায়দরাবাদের বিপক্ষে ২৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ক্যারিবিয়ান তারকা। তার ঝড়ো ইনিংসে ছিল ৬টি চার ও ৬টি ছক্কা।
এই মৌসুমে আইপিএলে পুরান এখন পর্যন্ত ১৩টি ছক্কা হাঁকিয়েছেন। গত আসরে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে প্রায় ১৮০ স্ট্রাইক রেটে ৫০০ রান করেছিলেন তিনি। এবারও একই ধাঁচে প্রতিপক্ষ বোলারদের কাঁপিয়ে দিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। এই ফর্ম দেখে হরভজন সিং এক্সে লিখেছেন, ‘এই মুহূর্তে নিকোলাস পুরানই সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার।’
এদিকে আইপিএলে লখনৌয়ের হয়ে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পুরান। মাত্র ৩১ ম্যাচে ১০০২ রান করেছেন তিনি, যেখানে তার গড় ৪৫.৫৪ এবং স্ট্রাইক রেট ১৮৪.৫৩। লখনৌর হয়ে ১০০০ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। এর আগে ৩৮ ম্যাচে ১,৪১০ রান করে এই কীর্তি গড়েছিলেন লোকেশ রাহুল।
খেলা শেষে পুরান জানান, ‘ছয় মারার কোনো পরিকল্পনা ছিল না। শুধু নিজের সেরাটা দিয়ে দলকে ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করেছি। বল ব্যাটে ভালো আসছিল। গত নয় বছর ধরে আইপিএলে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। এবারও সুযোগ পেয়েছি, সেটাকে কাজে লাগাতে চেয়েছি।’
তার ছক্কা মারার শক্তির রহস্য কী? পুরান বললেন, নিজের ব্যাট স্পিড নিয়ে কখনো কাজ করিনি। এটা ঈশ্বরপ্রদত্ত প্রতিভা। তবে বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল এখন পাচ্ছি, আর দলকে জেতাতে পেরে দারুণ লাগছে।’
শক্তিশালী ব্যাটিংয়ের সুবাদে ১৯০ রানের লক্ষ্যও সামান্য মনে হয়েছে লখনৌর কাছে। ১৬.১ ওভারেই ম্যাচ জিতে নেয় তারা, হাতে ছিল ২৩ বল ও ৫ উইকেট। ২৩ বল বাকি থাকতেই এই ম্যাচ জয়ের নায়ক নিকোলাস পুরান।
কালের আলো/এসএকে