জামায়াত নেতারা কে কোথায় ঈদ করবেন

প্রকাশিতঃ 5:24 pm | March 28, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত ও পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে বলে মনে করছে জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদের পতনের পর এবারের ঈদ দেশের মানুষের জন্য ভিন্ন রকম হবে বলে মনে করছে দলটি। শুধু তাই নয়, আওয়ামী লীগের আমলে সবচেয়ে নির্যাতিত জামায়াতের নেতাকর্মীরাও এবার স্বস্তিতে ঈদ উদযাপন করবেন।

তবে পরিস্থিতি বিবেচনায় ঈদে নিষিদ্ধ দলের অপতৎপরতা, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে দলটি। পাশাপাশি দেশ বিরোধী ষড়যন্ত্রের কোনো আয়োজনের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত।

খোঁজ নিয়ে জানা গেছে, মুক্ত পরিবেশে স্বস্তির নিশ্বাসের সঙ্গে এবার দলটির শীর্ষ নেতাদের অধিকাংশেই ঈদ করবেন নিজ নিজ এলাকায়। তবে শীর্ষ নেতাদের কয়েকজন আছেন ওমরাহ হজে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে স্বস্তিতে চলাফেরা করতে পারছে।

নেতারা কে কোথায় উদযাপন করবেন ঈদ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবার ঢাকায় নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। পাশাপাশি ঢাকার দলীয় নেতাকর্মী ও নিজ নির্বাচনী এলাকা মিরপুরের বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দলটির সিনিয়র নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবার ঈদ করবেন সৌদি আরবের মক্কায়। তিনি বর্তমানে মক্কায় ওমরাহ হজ পালন করছেন।

নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন, সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম ঈদ উদযাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ বাড়িতে।

দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ ঢাকার বসুন্ধরায়, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মক্কায়, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালে নিজ বাড়িতে, মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ঢাকার উত্তরায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে বলে নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য মুজিবুল আলম।

ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ এবং দেশবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী স্বৈরাচার পালিয়ে গেলেও তারা বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে তাদের দোসরদের দিয়ে দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে। দেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে সেজন্য নানাভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। এ অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সেইসঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

ঈদের সময়ে ঢাকা অনেকাংশে ফাঁকা হয়ে যায়। এ সময়ে যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ পতিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দেশ অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে দলীয় নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার বিকেলে মোবাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, নানা রকমের খবরই আসছে। কোনটা সত্য-মিথ্যা তা যাচাই-সাপেক্ষ। তবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সবমিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিষিদ্ধ দলের অপতৎপরতা, সরকারবিরোধী কার্যক্রম, দেশকে অস্থিতিশীল করার কোনো আয়োজনের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আমরা মনে করছি সরকারের সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী প্রিঅ্যাকটিভ থাকবে। ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা ঘটার আগেই যেন আইনশৃঙ্খলা বাহিনী তাকে পায় এবং ব্যবস্থা নিতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে ঘটনা ঘটার পরে আমরা টের পাই।

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের যে ধরনের সচেতনতা ও সতর্কতা থাকা দরকার তা আমরা করছি।

কালের আলো/এসএকে