আদালতের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন আনচেলত্তি, হতে পারে জেল
প্রকাশিতঃ 10:49 pm | March 28, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো :
বিচারের মুখোমুখি হচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। কর জালিয়াতির অভিযোগে করা একটি মামলায় আগামী বুধবার তার শুনানি অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলা পরিচালনাকারী মাদ্রিদের একটি আদালত।
স্পেনের কর কর্তৃপক্ষের কাছে প্রকৃত আয়ের পরিমাণ ঘোষণা না করায় আনচেলত্তির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
স্প্যানিশ প্রসিকিউটররা আনচেলত্তির চার বছর নয় মাসের কারাদণ্ড চেয়ে আবেদন করেছেন। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচের বিরুদ্ধে ২০১৪ এবং ২০১৫ সালে চিত্রস্বত্ব (ইমেজ রাইটস) থেকে অর্জিত আয় গোপন করে স্প্যানিশ অর্থ বিভাগের এক মিলিয়নের বেশি ইউরো বিনষ্টের অভিযোগ তুলেছেন তারা।
আগামী ৩ এপ্রিলের এ শুনানি দুই দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে। আদালতের মুখপাত্র জানিয়েছেন, আনচেলত্তিকে শুনানিতে উপস্থিত থাকতে হবে।
প্রসিকিউটরদের দাবি, আনচেলত্তি স্পেনে বসবাসের সময় শুধু রিয়াল মাদ্রিদ থেকে প্রাপ্ত বেতনকে নিজের আয় ঘোষণা করেছিলেন এবং মাদ্রিদকেই অফিসিয়াল ঠিকানা হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু জটিল শেল কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করে চিত্রস্বত্ব ও অন্যান্য উৎস; যেমন, রিয়েল এস্টেট থেকে প্রাপ্ত অতিরিক্ত আয় গোপন করেছেন।
প্রসিকিউশনের মতে, আনচেলত্তি ২০১৪ সালে চিত্রস্বত্ব বিক্রি থেকে ১.২৪ মিলিয়ন ইউরো এবং ২০১৫ সালে ২.৯৬ মিলিয়ন ইউরো আয় করেছিলেন। ২০২৩ সালে একটি স্প্যানিশ আদালত বিচার শুরু করার আদেশ দিলেও তারিখ তখনো নির্ধারিত হয়নি।
আনচেলত্তি এর আগে এই মামলাকে ‘পুরোনো বিষয়’ বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন, ‘আমি আশা করি এটি শীঘ্রই সমাধান হবে।’
ইতালিয়ান এই কোচ প্রথম ২০১৩ সালে রিয়ালের দায়িত্ব নেন এবং ২০১৫ সালের মে মাসে দল ছেড়ে দেন। পরে বায়ার্ন মিউনিখ, নাপোলি এবং এভারটনের কোচিং করান। এরপর ২০২১ সালে ফের মাদ্রিদে ফিরে আসেন।
স্পেনের কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে হাই-প্রোফাইল ফুটবলার এবং সেলিব্রিটিদের জড়িত কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সে ধারাবাহিকতায় আনচেলত্তির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে।
এর আগে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে প্রথমবার এ অপরাধ করায় তাদের সাজা মওকুফ করা হয়। এছাড়া সাবেক রিয়াল মাদ্রিদ কোচ হোস মরিনহো ২০১৯ সালে কর ফাঁকির দায়ে এক বছরের জন্য বরখাস্ত হন।
২০২৩ সালে কলম্বিয়ান গায়িকা শাকিরা কর ফাঁকির মামলায় তিন বছরের বরখাাস্ত হন এবং ৭.৩ মিলিয়ন ইউরো জরিমানাও দেন।
আনচেলত্তি ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ। পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি। যার মধ্যে তিনটি রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়ে। এছাড়া স্পেন, ইতালি, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ লিগ শিরোপাও জিতেছেন।
কালের আলো/এমএএইচ/ইউএইচ