দেশের পথে ড. ইউনূস

প্রকাশিতঃ 3:37 pm | March 29, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চার দিনের সফর শেষে চীন থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৯ মার্চ) চীন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি।

এর আগে, চার দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার (২৬ মার্চ) চীন সফরে যান প্রধান উপদেষ্টা। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সফরে বড় পরিসরে কথা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে।

সফরে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

কালের আলো/এমডিএইচ