মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিজ এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতা
প্রকাশিতঃ 5:16 pm | March 29, 2025

নোয়াখালী প্রতিবেদক, কালের আলো:
বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিজ এলাকায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মু. নিজাম উদ্দিন। শনিবার (২৯ মার্চ) দুপুরে ফুলেল সংবর্ধনা নিয়ে নোয়াখালীর সেনবাগে প্রবেশ করেন তিনি। পরে সেনবাগ সেবারহাট বাজারে এক পথসভায় বক্তব্য দেন।
এ সময় নিজাম উদ্দিন বলেন, আপনারা জানেন গত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। খুন, গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ভিন্ন মতের ভিন্ন চিন্তার ইসলামি তৌহিদি জনতাকে জঙ্গি নাটক সাজিয়ে গত ১৫ বছর খুন করেছে।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে খুনি হাসিনা ভারতে পালায়ন করেছে। আমরা বারবার বলে এসেছি এই ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তাহলে দুই হাজার শহীদ ও ৩০ হাজার আহতের রক্তের ওপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান সেই শহীদ এবং আহত পরিবার সিদ্ধান্ত নেবে আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা। তারাই সিদ্ধান্ত নেবে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ বাংলার মাটিতে থাকবে কি থাকবে না।
নিজাম উদ্দিন বলেন, এই সেবারহাটে বিগত দিনে আপনারা জানেন এখানে সন্ত্রাস হয়েছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, তরুণকে খুন করা হয়েছে, কিশোর গ্যাং হামলা হয়েছে, এখানে রক্ত ঝরানো হয়েছে। এখানে কিশোর গ্যাংয়ের নামে সন্ত্রাসী ত্রাসের বাহিনী রাখা হয়েছে। সেই সন্ত্রাসীরা আজও ফেসবুকে ওপেন পোস্ট দিচ্ছে, নানাভাবে হুমকি দিচ্ছে। এছাড়াও জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের ওপর চোরাগোপ্তা হামলা শুরু হয়েছে। আমরা বলে দিতে চাই ৫ আগস্ট যে তরুণ ছাত্র-জনতা এদেশের নতুন সূর্য ছিনিয়ে এনেছে, তারা হাসিনাকে বিদায় করেছে। তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।
এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল ইসলাম সৈকত, নোয়াখালী জেলার এক্সিকিউটিভ টিম সদস্য মো. মামুন হোসাইনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএকে