ঈদ উপলক্ষ্যে র‌্যাবের তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে

প্রকাশিতঃ 10:22 am | March 30, 2025

নারায়ণগঞ্জ প্রতিবেদক, কালের আলো:

ঈদ উপলক্ষ্যে র‌্যাবের তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে এলাকায় পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে তিনি যাত্রীবাহী একটি বাসে উঠে যাত্রীদের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থতি নিয়ে কথা বলেছেন।

ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক ঈদ পূর্ব, ঈদের দিন এবং ঈদ পরবর্তী এই তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের বলেন, ঈদ পূর্ব আমাদের কার্যক্রম রমজান থেকেই শুরু হয়েছে। এই সময়ে যাতে চুরি-ছিনতাই এই ধরনের অপরাধগুলো যেন হতে না পারে সেজন্য আমরা টহল গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। মহাপরিচালক ঈদ পূর্ববর্তী নিরাপত্তার বিষয়ে বলেন, ঈদের সময় ঘরমুখো মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার জন্য বাড়িতে যাবে। তারা যেন নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে যেতে পারেন সেজন্য আমরা মহাসড়কে, নৌপথে, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন এবং লঞ্চঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এছাড়া ঢাকাসহ অন্যান্য মেট্রোপলিটন এলাকা এবং জেলা শহর হতে উপজেলা পর্যায়ে আমাদের টহল তৎপরতা অব্যাহত আছে।

মানুষ যাতে এবার নির্বিঘ্নে নিরাপদে ঈদ করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, এই সময়ে ছিনতাই, চাঁদাবাজি, মলম পার্টি, অজ্ঞান পার্টি এদের তৎপরতা বৃদ্ধি পায়। এরা যেন তাদের অপ-তৎপরতা চালাতে না পারে সেজন্য আমারা সচেষ্ট আছি।

র‌্যাবের ডিজি ঈদের দিনের নিরাপত্তার বিষয়ে বলেন, ঈদের দিনে আমাদের জাতীয় ঈদগাহসহ সারা বাংলাদেশে যত বড় বড় ঈদের জামাত হয় সেখানেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পাশাপাশি ঈদের দিন থেকে শুরু করে বন্ধের দিন গুলোতে বিনোদন কেন্দ্রগুলোতে অনেক ভিড় হয় সেখানেও যেন মানুষ নিরাপদ বোধ করেন এবং তারা যেন আনন্দ উপভোগ করতে পারেন সেজন্যও আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুসহ সব ধরনের মানুষের উপস্থতি থাকে এজন্য তাদের নিরাপত্তার দিকেও আমাদের নজর থাকবে।

ঈদ পরবর্তী নিরাপত্তার বিষয়ে মহাপরিচালক বলেন, ঈদের পরে যখন ঘরমুখো মানুষ বাড়ি থেকে ফিরবে সেসময়ও নিরাপত্তার জন্য একই রকম ব্যবস্থা থাকবে। এছাড়া ঈদের সময় যারা বাড়িঘর ফাঁকা রেখে দেশের বাড়িতে চলে যাবেন তাদের বাড়ি ঘরে যেন চুরি-ডাকাতি না হয় সেদিকেও আমরা সজাগ দৃষ্টি রাখব। সর্বপরি পবিত্র ঈদে মানুষের নিরাপত্তা, তাদের জানমালের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা যাতে বজায় থাকে সেজন্য আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বমন্বয় রেখে কাজ করে যাচ্ছি।

এ সময় র‍্যাব ১১-এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমডিএইচ