ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

প্রকাশিতঃ 10:56 am | March 30, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎচালিত মেট্রোরেলের তত্ত্বাবধানে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ।

শনিবার (২৯ মার্চ) ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথানিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।

গত বছরও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

কালের আলো/এমডিএইচ