মহাখালী বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
প্রকাশিতঃ 2:57 pm | March 30, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঈদযাত্রায় মহাখালী বাস টার্মিনালে কাউন্টারবিহীন বাসগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। ৩৫০ টাকার ভাড়া ৪০০ কিংবা ৪৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। ঈদযাত্রার শেষ দিনে ভাড়া বাড়ানোর কারণে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
রোববার (৩০ মার্চ) সরেজমিনে মহাখালী বাস টার্মিনালে গিয়ে এমন অভিযোগ পাওয়া গেছে।
বেসরকারি চাকরিজীবী মোসাদ্দেক হোসেন বলেন, রেগুলার সময়ে ময়মনসিংহের ভাড়া ৩৫০ টাকা কিন্তু ঈদ উপলক্ষ্যে ৪০০ টাকা চাওয়া হচ্ছে। কেউ কেউ ৪৫০ টাকাও দাবি করছে। সঠিক ভাড়া কেউই রাখছে না।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফয়সাল মাহমুদ বলেন, মহাখালী থেকে টাঙ্গাইলের ধনবাড়ী পর্যন্ত ভাড়া ৩৫০ টাকা ছিল কিন্তু আজ ৪০০ টাকা চাওয়া হচ্ছে। ন্যায্য ভাড়ার চেয়ে বেশি ভাড়া কেন দিতে হবে?
এদিকে বাড়তি ভাড়ার অভিযোগ বেশিরভাগই কাউন্টারবিহীন বাস সার্ভিসগুলোর ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে—শ্যামলী বাংলা পরিবহন, সৌখিন পরিবহন, রাজীব পরিবহন এবং ইসলাম পরিবহন।
শ্যামলী বাংলা পরিবহনের কর্মী লিটন বলেন, এখন যে বাসগুলো যাবে, সেগুলোর বেশিরভাগই ফাঁকা ফেরত আসবে, তাই ঈদবাজার উপলক্ষ্যে ভাড়া একটু বেশি চাওয়া হচ্ছে।
এদিকে বাড়তি ভাড়া নেওয়া রোধে বিআরটিএ ভিজিল্যান্স টিম মহাখালী বাস টার্মিনালে মোতায়েন করা হয়েছে।
টিমের কর্মকর্তা মো. পাকন বলেন, সকালে ইউনাইটেড পরিবহন কর্তৃক বাড়তি ভাড়ার একটি অভিযোগ আসে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এর বাইরে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আসেনি। যে কোনো অভিযোগ পেলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।
কালের আলো/এসএকে