ঐতিহ্যবাহী ময়দান গোর-এ-শহীদ
প্রকাশিতঃ 9:48 am | March 31, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় সাড়ে ২২ একর জমির এই ঈদগাহে ঈদের নামাজ পড়তে দূর-দূরান্ত থেকে হাজারো মুসল্লি এসেছেন।
ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে, ২০১৫ সালে মিনারটি নির্মাণ করা হয় মোগল স্থাপত্য শৈলীতে। মিনারের উচ্চতা ৫৫ ফুট, ৫২টি গম্বুজ এবং ৩২টি খিলান রয়েছে।
কালের আলো/এসএকে