জাতীয় ঈদগাহে মোনাজাতে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দোয়া
প্রকাশিতঃ 10:30 am | March 31, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। যারা দেশ পরিচালনা করছেন, তাদের হেফাজত করতে দোয়া করা হয়। এ সময় দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
মোনাজাতে খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক বলেন, “হে আল্লাহ, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুন। এ দেশের জন্য যারা কাজ করছেন, তাদের উত্তম প্রতিদান দিন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখিয়েছেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের শাহাদাত কবুল করুন। যারা আহত আছেন, তাদের পূর্ণ সুস্থতা দান করুন। তাদের রক্তের সঙ্গে গাদ্দারি হয় এমন কোনো কাজ যেন আমাদের মাধ্যমে না হয়। ঐক্যবদ্ধভাবে ঈমান ও আমলের সঙ্গে দেশের আদর্শ নাগরিক হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করুন। দেশের অমুসলিমরা যেন আরো বেশি নিরাপদে থাকতে পারেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।”
মোনাজাত শেষে, মা, বাবা, আত্মীয়স্বজনদের জন্য দোয়া করা হয়।
ঈদের প্রধান জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় লাখো মুসল্লি অংশ নেন। মোনাজাত শেষে, প্রধান উপদেষ্টা উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কালের আলো/এসএকে