অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পূরণ করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের

প্রকাশিতঃ 1:21 pm | March 31, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ মার্চ) বেলা ১১টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অন্তবর্তী সরকার পূরণ করবে। বিগত দিনের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম যেনো পূরণ হয় সে প্রত্যাশার কথাও জানান মির্জা ফখরুল।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়াও চান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, বিগত ১৫ বছর গণতন্ত্র, ভোটের অধিকার ও মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি। সেগুলো যাতে প্রতিষ্ঠিত হয় সে কামনা করি।

তিনি আরও বলেন, এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, যা বিগত বছরগুলোতে পারেনি।

কালের আলো/এসএকে