আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আভাস নেই
প্রকাশিতঃ 10:20 am | April 01, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সকাল থেকেই ঢাকার আকাশে সূর্যের দেখা পাওয়া যায়নি। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার (১ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার শুধু সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকতে পারে।
বুধবারের পূর্বাভাসেও একই কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই সময়ের পরে দেশের উত্তাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কালের আলো/এমডিএইচ