ঈদমেলায় আনন্দময় সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা
প্রকাশিতঃ 2:32 pm | April 01, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পিঠা, মিষ্টি, কেক, চটপটি-ফুচকা কিংবা ঘরের শোভাবর্ধক জিনিস— এসব পণ্য নিয়ে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলনে গতকাল শুরু হয় ডিএনসিসির ঈদমেলা। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতেই এ মেলার আয়োজন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা মেলায় আসছেন। ঘুরে কাটাচ্ছেন আনন্দময় সময়।
মঙ্গলবার (১ এপ্রিল) এমন দৃশ্যেরই দেখা মেলে মেলা প্রাঙ্গণে।
আয়োজকরা বলছেন, ঈদকে কেন্দ্র করে এ ধরনের মেলা প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মেলায় অংশ নিতে সকাল থেকেই আসতে থাকেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাদের ভিড়। মেলায় ২০০টির মতো স্টল রয়েছে। যার অধিকাংশই কারু-চারু পণ্য সামগ্রী ও খাবারের স্টল।
ঈদ ঘিরে আয়োজিত এমন মেলা নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে দর্শনার্থীদের মাঝে। মগবাজার থেকে স্ত্রী-সন্তান নিয়ে এসেছেন শিব্বির মাহমুদ। তিনি বলেন, রাজধানীতে বিভিন্ন উপলক্ষ্যেই মেলার আয়োজন হয়ে থাকে। কিন্তু ঈদ ঘিরে এমন আয়োজন সচরাচর দেখা যায়নি। তাই এখানে এসে ভালোই লাগছে।
লালমাটিয়া থেকে আসা দর্শনার্থী তাহমিনা হক বলেন, মেলায় বিভিন্ন উদ্যোক্তাদের ঘরোয়া পণ্য পাওয়া যাচ্ছে, যা ইতিবাচক একটি দিক। মেলায় খাবারটাও যেমন সুস্বাদু পাচ্ছি, পণ্যগুলোও ভালো মানের পাচ্ছি। ঈদে ঘুরতে আসার জন্য এই মেলা এক দারুণ আয়োজন।
মেলায় শতরঞ্জী স্টলের উদ্যোক্তা অয়ন ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে আয়োজিত এমন মেলায় অংশ নিয়ে ভালো লাগছে। আমরা চেষ্টা করছি সুলভমূল্যে ক্রেতারা যেন ভালো পণ্যটাই পান।
পিজেএম ক্রিশনের উদ্যোক্তা ঝরনা কস্তা বলেন, ঈদমেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছি, ভালোই লাগছে। ক্রেতারা স্টলে আসছেন, পণ্য দেখছেন।
প্রত্যাশা কিচেনের উদ্যোক্তা ফয়সাল সরকার আহাদ বলেন, আমাদের প্রতিটি খাদ্যপণ্য ঘরে তৈরি করা হয়ে থাকে। ফলে ক্রেতারা খাবারের অথেনটিক স্বাদটাই পাবেন।
বড়দের পাশাপাশি শিশুরাও মেলায় এসে পাচ্ছে আনন্দ। মেলার এক পাশে শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, এছাড়া রয়েছে ছোট ট্রেনও। আগত বাবা-মায়েরা তাদের সন্তানদের নিয়ে কাটাচ্ছেন আনন্দময় সময়।
কালের আলো/এসএকে