এবার জিবলির ট্রেন্ডে গা ভাসালেন অমিতাভ বচ্চন

প্রকাশিতঃ 4:38 pm | April 01, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

সামাজিক যোগাযোগ মাধ্যমে জিবলি নিয়ে রীতিমতো ঝড় চলছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলেব কেউ বাদ নেই, সবাই নিজেদের নয়া অবতারের ছবি শেয়ার করছেন। সবাই পছন্দমতো ছবি নিয়ে বানিয়ে ফেলছেন জিবলি স্টাইল ছবি। এবার এই ট্রেন্ডে গা ভাসালেন বলিউডডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, সুপরিচিত ফ্যান মোমেন্ট থেকে শুরু করে ব্যক্তিগত কিছু মুহূর্ত, সবকিছুই তিনি পাল্টে ফেলেছেন AI ছবিতে। একটি ছবিতে আবার তাকে মন দিয়ে আঁকতেও দেখা গেছে।

তবে জিবলি স্টাইলে এই ছবিগুলো বানানো হলেও এগুলো অন্য আর পাঁচটা ছবির থেকে একেবারেই আলাদা, কারণ এই ছবিগুলোতে অমিতাভের ব্যক্তিত্ব খুব ভালোভাবে প্রকাশ পেয়েছে।

ভক্তদের সামনে তিনি ঠিক যেভাবে হাতজোড় করে দাঁড়ান, যেভাবে সাক্ষাৎ দেন ভক্তদের, কার্টুন ছবিতেও ঠিক তেমনভাবেই দেখা গেছে তাকে। অমিতাভের এই জিবলি অ্যালবাম দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

এদিকে নিজের ব্লগে জিবলি নিয়ে মনের কথা লিখেছেন বর্ষীয়ান অভিনেতা। সেখানে তিনি বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘আমরা বর্তমানে যা নিয়ে কাজ করছি তা আমাদের চিন্তাভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে এই সমস্যার সমাধান কীভাবে সম্ভব?’

একই সঙ্গে তিনি জিবলি নিয়ে আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘বর্তমানে জিবলি পৃথিবীকে গ্রাস করেছে।’ সেই সঙ্গে রিলস বানানো নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন অভিনেতা।

কালের আলো/এসএকে