ঈদের দ্বিতীয় দিনে জমে উঠেছে রাজধানীর পর্যটনকেন্দ্রগুলো
প্রকাশিতঃ 8:14 pm | April 01, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঈদের দ্বিতীয় দিনে ভিড় বাড়ছে রাজধানীর পর্যটনকেন্দ্রগুলোতে। পরিবার-প্রিয়জন নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন হাতিরঝিল-বলধা গার্ডেনসহ রাজধানীর বিভিন্ন পার্ক ও মিউজিয়ামে।
মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর হাতিরঝিল, বলধা গার্ডেন ও আশপাশের এলাকাঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই-বোন ও নিকট আত্নীয় নিয়ে বলধা গার্ডেনে ঘুরতে এসেছেন অনেকে। এদিকে হাতিরঝিলে ভ্রমণপ্রিয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
পরিবার নিয়ে বলধা গার্ডেনে ঘুরতে আসা হাসিব আল জামি বলেন, সারাবছর ঢাকা শহর জ্যামে ভরা থাকে। ঈদের কয়েকটি দিন রাস্তাঘাট ফ্রি থাকে। তাই পরিবার নিয়ে বের হলাম। এখান থেকে আমার বাসা খুব বেশি দূরে নয় তাই এখানেই আসি মাঝে মাঝে। প্রাকৃতিক পরিবেশ দেখে ভালোই লাগছে।
রিয়ন মাহবুব নামের আরেক দর্শনার্থী বলেন, ঈদের কয়েকদিন ঘুরাফেরার মধ্যে থাকবো। গতকাল মিরপুরের দিকে গিয়েছিলাম। আজ বলধাতে এসেছি। পরিবেশটা বেশ শান্ত-ঠান্ডা।
এদিকে রাজধানীর হাতিরঝিলে ঘুরতে এসেছেন আতিক হাসান। সঙ্গে কথা হলে তিনি বলেন, সবসময় তো ব্যস্ত থাকি। ঈদের ছুটিতে সবাইকে নিয়ে ঘুরতেে এলাম।
কালের আলো/এসএকে