আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিতঃ 1:33 pm | April 02, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

গত ২৫ মার্চ এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানান, আগামী ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। এতে অংশগ্রহণ করতে প্রধান উপদেষ্টা ৩ এপ্রিল ব্যাংকক পৌঁছাবেন।

পররাষ্ট্র সচিব আরও জানান, ২ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিবদের ২৫তম সভায় তিনি অংশ নেবেন, এবং পররাষ্ট্র উপদেষ্টা ৩ এপ্রিল অনুষ্ঠেয় ২০তম বিমসটেক মন্ত্রিপর্যায়ের সভায় যোগ দেবেন।

এছাড়া, ৩ এপ্রিল শীর্ষ সম্মেলনের আগে প্রধান উপদেষ্টা ‘বিমসটেক ইয়ং জেনারেশন ফোরাম: হোয়ার দ্য ফিউচার মিটস’ শীর্ষক একটি ফোরামে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন।

এই সম্মেলনে বিমসটেক সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা একত্রিত হয়ে বিমসটেক অঞ্চলের সহযোগিতা নিয়ে আলোচনা করবেন এবং কীভাবে এই অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নত করা, এবং অঞ্চলের আর্থ-সামাজিক ও শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে দিক-নির্দেশনা দেবেন।

প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলন শেষে আগামী ৪ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে ব্যাংকক ত্যাগ করবেন।

কালের আলো/এমডিএইচ