সবচেয়ে কম শুল্ক আরোপ হলো যেসব দেশে
প্রকাশিতঃ 10:19 am | April 03, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে কয়েক ডজন দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে।
পুরো তালিকায় ১৮১টি দেশ ও অঞ্চলের নাম উল্লেখ রয়েছে, এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যকে একক সত্তা হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক হারগুলো বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকেই কার্যকর হচ্ছে।
দেখে নেওয়া যাক সবচেয়ে কম শুল্ক আরোপ হলো কোন দেশগুলোর ওপর:
ওমান – ১০ শতাংশ
উরুগুয়ে – ১০ শতাংশ
বাহামাস – ১০ শতাংশ
ইউক্রেন – ১০ শতাংশ
বাহরাইন – ১০ শতাংশ
কাতার – ১০ শতাংশ
আইসল্যান্ড – ১০ শতাংশ
কেনিয়া – ১০ শতাংশ
হাইতি – ১০ শতাংশ
বলিভিয়া – ১০ শতাংশ
পানামা – ১০ শতাংশ
ইথিওপিয়া – ১০ শতাংশ
ঘানা – ১০ শতাংশ
যুক্তরাজ্য – ১০ শতাংশ
ব্রাজিল – ১০ শতাংশ
সিঙ্গাপুর – ১০ শতাংশ
চিলি – ১০ শতাংশ
অস্ট্রেলিয়া – ১০ শতাংশ
তুরস্ক – ১০ শতাংশ
কলম্বিয়া – ১০ শতাংশ
পেরু – ১০ শতাংশ
কোস্টা রিকা – ১০ শতাংশ
ডোমিনিকান রিপাবলিক – ১০ শতাংশ
সংযুক্ত আরব আমিরাত – ১০ শতাংশ
নিউজিল্যান্ড – ১০ শতাংশ
আর্জেন্টিনা – ১০ শতাংশ
ইকুয়েডর – ১০ শতাংশ
গুয়াতেমালা – ১০ শতাংশ
হন্ডুরাস – ১০ শতাংশ
মিশর – ১০ শতাংশ
সৌদি আরব – ১০ শতাংশ
এল সালভাদর – ১০ শতাংশ
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো – ১০ শতাংশ
মরক্কো – ১০ শতাংশ
নাইজেরিয়া – ১৪ শতাংশ
ভেনেজুয়েলা – ১৫ শতাংশ
নরওয়ে – ১৫ শতাংশ
ইসরায়েল – ১৭ শতাংশ
ফিলিপাইন – ১৭ শতাংশ
নিকারাগুয়া – ১৮ শতাংশ
ইউরোপীয় ইউনিয়ন – ২০ শতাংশ
জর্ডান – ২০ শতাংশ
নামিবিয়া – ২১ শতাংশ
কোত দিভোয়ার (আইভরি কোস্ট) – ২১ শতাংশ
জাপান – ২৪ শতাংশ
মালয়েশিয়া – ২৪ শতাংশ
ব্রুনাই – ২৪ শতাংশ
দক্ষিণ কোরিয়া – ২৫ শতাংশ
কালের আলো/এএএন