মোদী আমার বন্ধু’ বলেই ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
প্রকাশিতঃ 3:01 pm | April 03, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ভারতের ওপর ২৬ শতাংশ ‘পাল্টা শুল্ক’ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিষয়টিকে ‘ধাক্কা’ নয়, ‘মিশ্র প্রতিক্রিয়া’ হিসেবে দেখছে ভারত, এমনটাই জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভারতের এক শীর্ষ সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআই’কে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন ঘোষিত শুল্কের প্রভাব পর্যালোচনা করছে বাণিজ্য মন্ত্রণালয়। ট্রাম্প প্রশাসন ৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ভারতীয় পণ্যের ওপর ১০ শতাংশ সার্বজনীন শুল্ক আরোপ করতে যাচ্ছে, যা ১০ এপ্রিল থেকে আরও ১৬ শতাংশ বাড়বে।
ওই কর্মকর্তা বলেন, ঘোষিত শুল্কের প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে সক্ষম দেশগুলোর জন্য শুল্কছাড় দেওয়ারও সুযোগ রয়েছে।
বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্র একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার প্রথম ধাপ এ বছর সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে, ট্রাম্প ভারতে উচ্চ শুল্কহারের কথা উল্লেখ করে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, ভারত ৫২ শতাংশ শুল্ক আরোপ করলেও যুক্তরাষ্ট্র কেবল ২৬ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করছে।
বুধবার হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে ট্রাম্প বলেন, এটি আমাদের মুক্তির দিন, বহু প্রতীক্ষিত মুহূর্ত। ২ এপ্রিল ২০২৫ চিরস্মরণীয় দিন হয়ে থাকবে—এই দিনেই আমেরিকার শিল্প পুনর্জন্ম লাভ করেছে, আমেরিকার ভবিষ্যৎ পুনরুদ্ধার হয়েছে, এবং আমরা আবারও আমেরিকাকে ধনী করার যাত্রা শুরু করেছি। আমরা আমেরিকাকে ধনী, ভালো ও সমৃদ্ধ করবো।
এই ঘোষণার সময় ট্রাম্প বিভিন্ন দেশের শুল্ক নীতির একটি চার্ট প্রদর্শন করেন, যেখানে ভারত, চীন, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের শুল্কহার দেখানো হয়। তিনি বলেন, ভারত খুবই কঠিন… খুবই কঠিন। প্রধানমন্ত্রী (মোদী) মাত্রই চলে গেছেন। তিনি আমার দারুণ বন্ধু। কিন্তু আমি বলেছি, আপনি আমার বন্ধু হতে পারেন, কিন্তু আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করছেন না। তারা আমাদের ওপর ৫২ শতাংশ শুল্ক বসায়।
ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কালের আলো/এএএন