পাশাপাশি বসলেন ড. ইউনূস-মোদী, ছবি ভাইরাল 

প্রকাশিতঃ 8:40 pm | April 03, 2025

নিউজ ডেস্ক, কালের আলো:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঘুরছে ছবিটি।

ড. ইউনূস ও নরেন্দ্র মোদী দুজনই এখন বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে  ব্যাংককে আছেন।

মূলত প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন।

সেখানেই ছবি দেখা যায় ড. ইউনূস ও মোদীর পাশাপাশি বসে থাকা অবস্থায়।

ওই পোস্টে শফিকুল আলম জানান, এগুলো ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের ছবি।

প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামিও ড. ইউনূস ও নরেদ্র মোদির পাশাপাশি বসে থাকা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এসব ছবি প্রচার করে হৃদরোগীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলবেন না।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। দুপুর ১২টার দিকে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

বিকেলে থাইল্যান্ডের  ব্যাংককে স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা।

সেখানে তিনি তরুণদের নতুন সভ‍্যতা গড়তে হলে তরুণদের নতুন পথ বেছে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে হবে। ’

ড. মুহম্মদ ইউনূস বলেছেন, ‘তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করতে হবে। ’

কালের আলো/এএএন