ঈদের পর প্রথম কার্যদিবস: শুরুতেই পতনে শেয়ারবাজার
প্রকাশিতঃ 12:02 pm | April 06, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
ঈদের ছুটিতে নয়দিন বন্ধ থাকার পর দেশের শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হয়েছে। ঈদের পর প্রথম কার্যদিবস রোববার (৬ এপ্রিল) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে দরপতন দেখা যাচ্ছে।
লেনদেনের প্রথম আধাঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে প্রায় ৩০ পয়েন্ট। দাম কমার তালিকায় নাম লিখিয়েছে আড়াই’শ বেশি প্রতিষ্ঠান। আর লেনদেন হয়েছে এক’শ কোটি টাকার কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। ফলে মূল্যসূচকও ঋণাত্মক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
এর আগে ঈদের ছুটি শুরু হওয়ার আগে শেয়ারবাজার টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকে। এ পরিস্থিতিতে ঈদের ছুটি শেষে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার মাধ্যমে।
লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই পতন প্রথম আধাঘণ্টাজুড়েই অব্যাহত থাকে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় লেনদেনের ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৪০ পয়েন্ট কমে যায়। তবে এরপর দরপতনের তালিকা থেকে কিছু প্রতিষ্ঠান বেরিয়ে আসায় সূচকের পতন মাত্রা কমেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪৪ মিনিটে ডিএসইতে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ২৪৮টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩ কোটি ২৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৪২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।
কালের আলো/এএএন